Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমবায় কার্যালয়, মাগুরার তথ্য বাতায়নে স্বাগতম


কী সেবা কীভাবে পাবেন

আমাদের সেবাসমূহঃ

 

১।  আইনগত সেবা:

সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২) ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ মোতাবেক আইনগত সেবাসমূহ:

(ক) নিবন্ধন ও উপ-আইন সংশোধন:

Ø উপ-আইন নিবন্ধনের মাধ্যমে ১টি সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করে। সমিতিরসাধারন সদস্যদের সিদ্ধান্তের আলোকে উপ-আইন পরিবর্তন করা যায়।

Ø উপজেলা সমবায় অফিসার কর্তৃক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমর্থনপুষ্ট প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন করা হয়।

Ø বি আর ডি বি সমর্থনপুষ্ট প্রাথমিক সমবায় সমিতি ছাড়া অন্যান্য সকল প্রকারসমবায় সমিতির নিবন্ধনকারী কর্তৃপক্ষ হলেন জেলা সমবায় অফিসার।

Ø বিভাগীয় যুগ্ম-নিবন্ধক কর্তৃক সকল প্রকার কেন্দ্রীয় সমবায় সমিতির নিবন্ধন করা হয়।

Ø নিবন্ধক কর্তৃক সকল জাতীয় সমবায় সমিতির নিবন্ধন করা হয়।

Ø সমবায় সমিতি নিবন্ধনের জন্য নিবন্ধন ফি প্রদান করতে হয়। এক্ষেত্রেসর্বনিম্ন নিবন্ধন ফি ৫০/- টাকা এবং সর্বোচ্চ নিবন্ধন ফি ৫,০০০/- টাকা।নিবন্ধন ফি সরকারী রাজস্ব।

(খ) ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন ও অবসায়ন:

Ø সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়।নির্বাচিত কমিটি না থাকলে নিবন্ধক কর্তৃক আইনের আওতায় অন্তবর্তী কমিটিনিয়োগ করা হয়। এ কমিটি সমিতির ব্যবস্থাপনা পরিচালনা করেন।

Ø নিবন্ধক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা সমিতিরব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

Ø সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম নিবন্ধক পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করেন।

Ø সমিতির মধ্যে সৃষ্ট যে কোন বিরোধ নিবন্ধককে জানানো হলে তিনি সালিশকারীনিয়োগ করবেন। সালিশকারী ন্যায় বিচার, সততা ও সুবিবেচনা প্রসুতভাবেনির্ধারিত সময়ের মধ্যে রায় প্রদান করেন। রায়ে কেউ সংক্ষুব্ধ হলে আপীল করারসুযোগ থাকে।

Ø সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে নিবন্ধকসমিতিকে অবসায়ন করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারণে অবসায়ন আদেশপ্রত্যাহার করতে পারেন।

প্রশিক্ষণ সেবাঃ

জেলাসমবায় কার্যালয়ে ১জন প্রশিক্ষক ও ১জন সহকারী প্রশিক্ষক সমন্বয়ে একটিভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমবায় সমিতিতে গিয়ে সদস্যদের সমবায় ভিত্তিকপ্রশিক্ষণ দিয়ে থাকে।

অভিযোগ ও নিষ্পত্তিঃ

(ক) উপজেলা পর্যায়ের অভিযোগসমূহ উপজেলা সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।

(খ) জেলা পর্যায়ের অভিযোগসমূহ জেলা সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।