Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমবায় কার্যালয়, মাগুরার তথ্য বাতায়নে স্বাগতম


সাম্প্রতিক কর্মকান্ড

জেলা সমবায় কার্যালয়, মাগুরা এর সাম্প্রতিক কর্মকান্ডঃ

সমবায় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় উন্নয়নের লক্ষ্যে সমবায় আদর্শের প্রতি সাধারণ মানুষকে উদ্ভুদ্ধকরণ, সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনায়ন, কার্যকর সমবায় উদ্যোক্তা সৃষ্টি, নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সফল সমবায় সমিতি গঠন ইত্যাদির মাধ্যমে সমবায়ীদের কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে উন্নয়ন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে। উপেজলা অফিস পরিদর্শন, সমবায়ীদের প্রশিক্ষন প্রদান, পরামর্শ প্রদান, সমবায় সমিতির অডিট, আইন ও বিধি মোতাবে সমিতির অর্থায়নে সহযোগীতা করা। বর্তমানে মৎস্য, দুগ্ধ, গৃহায়ন, ক্ষুদ্র ঋণ ও সেবা খাতের মত অন্যান্য অর্থনৈতিক সেক্টরে সমবায় কার্যক্রম বিস্তৃত হয়েছে। মাগুরা জেলায় সমবায়ের মাধ্যমে প্রকল্প ভিত্তিক যেসব কার্যক্রম বর্তমান চলামন আছে তার চিত্র নিম্নরুপঃ

০১। “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক” প্রকল্পঃ

ক্র.নং

প্রকল্প সংশ্লিষ্ট উপজেলা

প্রকল্পভূক্ত সমবায় সমিতির সংখ্যা

সমবায় সমিতির সদস্য সংখ্যা

মোট বরাদ্দ

(লক্ষ টকায়)

মোট ঋণ বিতরণ (লক্ষ টকায়)

মোট আদায়

(লক্ষ টকায়)

আদায়ের

হার

মূল বরাদ্দ

আবর্তক

তহবিল

সর্বমোট

০১

মাগুরা সদর

০২

২৫০

২৪০.০০

২৪০.০০

১৪৮.০০

৩৮৮.০০

১৮৬.১৩

৮৫%

০২

মহম্মদপুর

০২

২৪৯

২৪০.০০

২৪০.০০

১১৮.০০

৩৫৮.০০

১৫৪.৪১

৮১%

সর্বমোট

০৪

৪৯৯

৪৮০.০০

৪৮০.০০

২৬৬.০০

৭৪৬.০০

৩৪০.৫৪

৮৩%

 

[দ্রষ্টব্যঃ (০১) মূল প্রকল্পের মেয়াদ ছিলঃ ২০১৬ সাল হতে জুন/২০২১খ্রিঃ পর্যন্ত।

          (০২) ১০-১০-২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত তথ্য সন্নিবেশিত।]