প্রস্তুতিমূলক সভার প্রেস রিলিজ-০১
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস,২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে অদ্য ১৫/১০/২০২৪খ্রি.তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা সমবায় কার্যালয়,মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার, মাগুরা জনাব মোঃ ফরিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার, মাগুরা সদর জনাব বিরাজ মোহন কুন্ডু, জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মাগুরা সদর উপজেলাধীন ৩০-৩৫টি সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ। আগামী ২নভেম্বর, ২০২৪খ্রি. তারিখে ৫৩তম জাতীয় সমবায় দিবস,২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনার বিষয়ে (জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা, সমবায় ঋণের চেক বিতরণ, আপ্যায়ন ইত্যাদি) সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুর ১টার সময় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রস্তুতিমূলক সভার প্রেস রিলিজ-০২
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী কাল ০২/১১/২০২৪খ্রি. রোজ শনিবার ৫৩তম জাতীয় সমবায় দিবস,২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে অদ্য ০১/১১/২০২৪খ্রি.তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা সমবায় কার্যালয়,মাগুরায় দিবস উদযাপনের অগ্রগতি বিষয়ে অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের (উপজেলা সমবায় অফিসার, মাগুরা সদর, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সমবায়ীবৃন্দ) নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায অফিসার, মাগুরার উপস্থিতিতে উক্ত সভায় প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় প্রস্তুতির অগ্রগতির বিষয়ে জেলা সমবায় অফিসার, মাগুরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
দিবস উদযাপনের প্রেস রিলিজঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস